পর্যটকদের জন্য ৫ দিনের বিশেষ ট্রেন যাবে কক্সবাজার
|
সরকারি ছুটিতে পর্যটকদের চাহিদা বিবেচনা করে ফেব্রুয়ারি ও মার্চে ঢাকা-কক্সবাজার রুটে পাঁচ দিনের বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। ২০, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি এবং ৬ ও ৭ মার্চ বিশেষ এই ট্রেল চলবে ঢাকা থেকে কক্সবাজারে। কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সরকারি ছুটিতে অনেকেই কক্সবাজারে বেড়াতে আসেন। তাদের চাহিদার বিষয়টি বিবেচনা করে পাঁচ দিনের বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে প্রথম ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে। তিনি আরও জানান, টিকিটের মূল্য রাখা হবে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের সমমূল্যের।
|