শনিবার ২৭ জুলাই ২০২৪
১২ শ্রাবণ ১৪৩১
অজিত গুহ মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১:০৭ এএম |

 অজিত গুহ মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার: কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ণিল আয়োজন শুরু হয়। অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও কলেজ পরিচালনা পর্ষদ সদস্য হাসান ইমাম মজুমদার। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,পড়াশুনার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শারীরিক উৎকর্ষতা অর্জন করা যায়।পাশাপাশি মানসিক প্রশান্তিও অর্জন হয়। তাই অবসর সময়ে মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে মনোনিবেশ করতে হবে।অন্যথায় মানসিক সমস্যায় ভুগতে হবে। অনুষ্ঠান আয়োজন করায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।  সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, অ্যাকাডেমিক পড়াশোনা ঠিক রেখে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের তাগিদ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ মোস্তাক আহমদ। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন প্রভাষক তানিয়া ইসলাম ও প্রভাষক সৈয়দ কাইজারুল ইসলাম মুহিত।
অনুষ্ঠানে ৪৩টি ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ী ১৪৯ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।তাছাড়াও আলাদা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষক-কর্মচারীদেরও পুরস্কৃত করা হয়।













সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের রাজাকার বলিনি
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী
গ্রেপ্তার বাড়ছে কুমিল্লায়
চিরচেনা রূপে অর্থনীতির লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী
কুমিল্লায় আট মামলায় গ্রেপ্তার দেড় শতাধিক
আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন
অফিসে হামলার সময় চেয়ে চেয়ে দেখলেন: স্বরাষ্ট্রমন্ত্রী
আন্দালিভ রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft