দেশে
আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত
হয়।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৫৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ১০ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর
জানিয়েছে, দেশে কোভিড-১৯ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ২০ লাখ ৪৭ হাজার ৫২৩
জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৩ জন। এখন
পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৪ শতাংশ।