রাজধানীর
খিলগাঁওয়ের নন্দীপাড়ায় স্বামীর ওপর অভিমান করে জান্নাতুল আক্তার (২০) নামে
কুমিল্লার এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১০
ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল
সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মো. রাহাত হোসেন জানান,
চার মাস আগে আমিনুল ইসলাম নামের একজনের সঙ্গে তার বোনের বিয়ে হয়। পারিবারিক
বিষয় নিয়ে চার/পাঁচদিন আগে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়।পরে স্বামীর ওপর
অভিমান করে তাদের (রাহাত) বাসায় চলে আসেন। আজ বিকেলের দিকে সবার অজান্তে
রুমে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেন। পরে তারা দেখতে
পেয়ে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা
মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের
গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার দলিলচর গ্রামে। তাদের বাবার নাম
জাকির হোসেন। জান্নাতুল খিলগাঁও নন্দিপাড়া এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন।
তার স্বামী মেকানিক্সের কাজ করেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো.
শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরেছি স্বামীর ওপর
অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের
প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।