বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪
৪ আশ্বিন ১৪৩১
গোলক নিক্ষেপে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন মাহিনুর
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫৭ এএম |


বুড়িচং প্রতিনিধি: গতকাল ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা বুড়িচং উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাহিনুর আক্তার।
রাজশাহীতে অনুষ্ঠিত ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় গোলক ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে মাহিনুর আক্তার। তার এই জয়ে বুড়িচং ও পূর্ণমতি এলাকায় মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে ।
পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন বলেন আজকে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি আমার স্কুলের এবং কি আমার গ্রামের মেয়ে মাহিনুর দেশ সেরা হয়েছে। এটা ভেবে আমার আসলে চোখে আনন্দ অশ্রু চলে এসেছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি  এবং ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে সে আরো সফল হবে এই দোয়া করছি।
পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ কাউসার রহমান বলেন, আমার স্কুলের ছাত্রী মাহিনুর উপজেলা, কুমিল্লা জেলা, চট্টগ্রাম বিভাগ অঞ্চলসহ সব ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করে আজ দেশ সেরা হয়েছে। এজন্য আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।













সর্বশেষ সংবাদ
ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন কুমিল্লার ৩৫ জন
লাপাত্তা আতিক উল্লাহ খোকন !
আন্দোলনে নিহতের পরিবার প্রাথমিকভাবে পাবে ৫ লাখ, আহত ১ লাখ
শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন
বুড়িচংয়ে বন্যায় ১৫৬ সড়কের ক্ষতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
একেবারেই লাপাত্তা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, চরম ক্ষোভ !
আন্দোলনে শহীদদের নিয়ে দেশে ব্যবসা শুরু হয়েছে: সারজিস আলম
মনোহরগঞ্জে বন্যার্তদের জন্য উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর মানবিক কার্যক্রম
মেয়াদবিহীন ইন্টারনেট চালুর কথা বললেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম
ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন কুমিল্লার ৩৫ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২