কুমিল্লা
টাউন মাঠে ৮ দিন ব্যাপি বিসিক একুশে শিল্প মেলা উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফ্রেবয়ারি)বিকালে টাউন হলে কুমিল্লা বিসিক এর আয়োজনে
কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতা বিসিক একুশে শিল্প মেলা উদ্বোধন করেন
কুমিল্লা ৬ আসনরে সংসদ সদস্য হাজী আকম বাহা উদ্দিন বাহার।
অতিরিক্ত
জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য
রাখেন কুমিল্লা বিসিকের উপমহাব্যবস্থাপক মুনতাসির মামুন, বিশেস অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান , ঢাকা
বিসিক বিপণণ বিভাগের উপমহাব্যবস্থাপন জি.এম রব্বানী তালুকদার, ড. আবদুল
করিম খন্দকার সহ অনন্যারা।
উদ্বোন অনুষ্ঠানে এমপি বাহার বলেন
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিসিকের কর্মকা- অনেক উন্নতি হয়েছে, আমরা যদি
সকলে মিলে একসাথে কাজ করতে পারি তাহলে বিসিকের এই উদ্যেগ সার্থক ও সফল হবে,
আমাদের কুমিল্লা বিসিককে আরো উন্নতি করতে হবে তাহলে আরো অনেক মানুষের
কর্মসংস্থান সৃষ্টি হবে, ইপিজেড যেমন শক্তিশালী বিসিকে এমন শক্তিশালী করতে
হবে