নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ নির্বাচনে
প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ৬ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ
করেছেন। এর মধ্যে বুধবার (৭ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের
উপদেষ্টা ও ভিক্টোরিয়া কলেজ ছাত্র/ছাত্রী সংসদের সাবেক ভিপি নূর উর রহমান
মাহমুদ তানিম এবং নগরীর বিষ্ণুপুর এলাকার মামুনুর রশিদ মনোনয়নপত্র সংগ্রহ
করেন। তার আগে বিভিন্ন সময়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা সিটি সাবেক
মেয়র ও বিএনপির সাবেক নেতা মনিরুল হক সাক্কু, মহানগর আওয়ামী লীগের
সহ-সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক
নেতা নিজাম উদ্দিন কায়সার এবং নগরীর ইসলামপুর এলাকার গাউস মঞ্জিলের
বাসিন্দা মাইনুদ্দিন আহমেদ।
বুধবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত
করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ
হোসেন। তিনি বলেন, কুসিক নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র বিতরণ
শুরুর দিন থেকে বুধবার পর্যন্ত মোট ৬ জন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ
করেছেন। আগামী ১৩ ফেব্রুয়ারি মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
আগামী ৯
মার্চ কুসিকের মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। গত ২৪ জানুয়ারি এ
নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের
শেষ দিন ১৩ ফেব্রুয়ারি, বাছাই ১৫ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ দিন ২২
ফেব্রুয়ারি । প্রতীক বরাদ্দ হবে ২৩ ফেব্রুয়ারি।
গত ১৩ ডিসেম্বর
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তার মৃত্যুর পর
ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছেন ১ নম্বর প্যানেল মেয়র ও ১১নম্বর
ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী।