প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৪ এএম আপডেট: ০৮.০২.২০২৪ ১:০৪ এএম |

কুমিল্লা
সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে
মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও
ভিক্টোরিয়া কলেজ ছাত্র/ছাত্রী সংসদের সাবেক ভিপি নূর উর রহমান মাহমুদ
তানিম।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার
কার্যালয় থেকে তানিমের পক্ষে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর সমর্থক
নেতা-কর্মীরা। এসময় মহানগর আওয়ামী লীগ নেতা আলমগীর মজুমদার, আওয়ামী লীগ
নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী নেতা আনোয়ার হোসেন, সমাজ কর্মী সৈয়দ সোহেল,
যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যাবসয়ী নেতা জিল্লুর রহমান, যুবলীগ নেতা
মাইনউদ্দিন তালুকদার, যুবলীগ নেতা মো.গোলাম কিবরিয়া, যুবলীগ নেতা
রাহেতউল্ল্যাহ উজ্বল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম হায়দার রনি, জেলা
ছাত্রলীগের সাবেক সদস্য আলমগীর হোসেনসহ মহানগর আওয়ামী লীগ ও যুবলীগ এবং
ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা
মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক ভিপি নূর উর রহমান মাহমুদ তানিম বলেন,
নেতা-কর্মীদের মাধ্যমে আজ (বুধবার) মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। আমি
দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। এই সিটি নির্বাচনে দলীয় মনোনয়নে
মেয়র প্রার্থী হতে পারলে ভালো লাগতো। যেহেতু এবার দলীয় প্রতীকে কিংবা দলীয়
সমর্থনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই- তাই আমাকে স্বতন্ত্র হিসেবেই
প্রার্থী হতে হচ্ছে। কুমিল্লার মানুষ আমাকে ভালোবাসে। আমি তাদের ভালোবাসার
প্রতিদান দিতে চাই। কুমিল্লাবাসীর জন্য কাজ করতে চাই।
তিনি বলেন, মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি নির্বাচন সবার জন্য নির্বাচন উন্মুক্ত করে
দিয়েছেন; সেখানে আমাকে আর ঘরে বসে থাকার সুযোগ নেই। জনগণের রায় পাওয়ার জন্য
দীর্ঘদিন ধরে আমি কাজ করছি। জনগণ আমাকে রায় দেয় কী-না, সেটা বুঝার জন্য
হলেও আমাকে নির্বাচন করতে হবে।