ইসমাইল
নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা হাঁড়ভাঙা চিকিৎসালয়ের
স্বত্ত্বাধিকারী কামাল হোসেনকে চিকিৎসার নামে প্রতারনার অভিযোগে এক মাসের
কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার স.ম.
আজহারুল ইসলামের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা
করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার
স.ম. আজহারুল ইসলামের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম চিকিৎসার
নামে প্রতারনার অভিযোগে টাটেরা হাড়ভাঙা চিকিৎসালয়ের স্বত্ত্বাধিকারী মোঃ
কামাল হোসেনকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। তার বিরুদ্ধে চিকিৎসার নামে
প্রতারণার অভিযোগ আছে। এসময় থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতে
সহযোগিতা করেন।