নিজস্ব
প্রতিবেদক: স্বপ্ন দেখি স্বপ্ন পূরণের প্রত্যাশায় এই স্লোগান নিয়ে
প্রতিষ্ঠিত কুমিল্লা শহরের বাগিচাগাঁও অবস্থিত কুমিল্লা আইডিয়াল কলেজে
সাধারণ জ্ঞানের মাসিক কুইজ প্রতিযোগীতার ও একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার
পরীক্ষার ফলাফল প্রকাশ, আলোচনা সভা ও ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের কে
পুরষ্কার হিসেবে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ প্রতিষ্ঠাতা
অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-
কলেজ সভাপতি ও শিক্ষানুরাগী শাহ্ মো. আলমগীর খান, বিশেষ অতিথি ছিলেন-
প্রত্যয় এর নির্বাহী পরিচালক- মাহমুদা আক্তার। অনুষ্ঠানের বক্তারা
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন- নিজেকে পরিবর্তন করার জন্য সু-শিক্ষা গ্রহণ
করতে হবে। মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত হয় এমন শিক্ষা
গ্রহণ করতে হবে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হওয়ার জন্য এখনি
প্রস্তুতি নেওয়ার সময়। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। কলেজের
ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালনায়
অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও জাতীয় সঙ্গীতের পর স্বাগত বক্তব্য
রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আদনান ছাত্তার
মজুমদার, কলেজ পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাবেদ হোসেন। এতে উপস্থিত ছিলেন
পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের
সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, প্রভাষক হাসান ভূইয়া, মোহাম্মদ মনির
হোসেন, মো: নাজমুল হোসাইন খান, নাইমা আক্তার, নিশাত মাহমুদ, মিঠুন মজুমদার,
মোহাম্মদ আব্দুল্লা আল মামুন, সুনীল চন্দ্র দাস, অন্যন্যা ব্যানাজী, নাহিন
আক্তার। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষায় বিজ্ঞান বিভাগের এ শাখায়-
প্রথম স্থান- রাহিন সুবাহ মজুমদার, দ্বিতীয় স্থান- সাহাব উদ্দিন ইসলাম
সিহাব, তৃতীয় স্থান- কাজী আফছানা। মানবিক বিভাগে প্রথম স্থান- মুনিয়া
আক্তার, দ্বিতীয় স্থান- এ এস তোয়া, তৃতীয় স্থান- খালেদ মো. সাইফুল্লাহ।
ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান- তনয় রায়, দ্বিতীয় স্থান- সৈয়দ সুলতানা
নিপা, তৃতীয় স্থান- জান্নাত আক্তার। কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান- সৈকত,
দ্বিতীয় স্থান- সাহাব উদ্দীন ইসলাম, তৃতীয় স্থান- জাবেদুল ইসলাম। মাসিক
সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগীতা ও সকল বিভাগে ভালো ফলাফলকারী শিক্ষার্থীকে
পুরষ্কার হিসেবে বই ও শিক্ষা সামগ্রী দেওয়া হয়।