কুমিল্লার
মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মালীপাড়া (পূর্বধইর) ঈদগাঁহ মাঠে
মঙ্গলবার রাতে বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে দেশ,
জাতি ও মুসলিম উম্মার শান্তি এবং মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন
সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান।
মাহফিলে
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ
সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ
ব্যাংকের অবসরপ্রাপ্ত পরিচালক শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের
সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, বাঙ্গরা পূর্ব
ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ হোসেন,
এডভোকেট নূরে আলম।
ঈদগাঁহ’র খতিব আলহাজ¦ মাওলানা আবু বকর সিদ্দিক
রহমানীর সভাপতিত্বে মাওলানা আমীর হোসেন ও আব্দুল বাতেনের পরিচালনায় মাহফিলে
কোরআন ও হাদীসের আলোচনা করেন ঢাকার দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার
মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান সালেহী, আড়াইবাড়ী দরবার শরীফের
সাহেবজাদা হাফেজ মাওলানা গোলাম ছোবহান সাঈদী, আলহাজ¦ মাওলানা নুরুল ইসলাম,
হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা অলী উল্লাহ আসেকী, মাওলানা আল-আমিন,
মাওলানা বেলাল হোসেন, মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা মেরাজুল ইসলাম,
মাওলানা তোফায়েল, মাওলানা শাহ আলম, মাওলানা মিজানুর রহমান ও মাওলানা আবদুল
হাসান প্রমুখ।