বুধবার
দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের আয়োজনে এবং জাপান ইন্টারন্যাশনাল
কোঅপারেশন এজেন্সি জাইকার সহায়তায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা ও
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল চেয়ার বিনামূল্যে বিতরণ করা হয়।
এসমস্ত আসবাবপত্র সমূহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট হস্তান্তর করেন
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার এবং উপজেলা নির্বাহী
কর্মকর্তা সাহিদা আক্তার।
উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার কলেজে ৩২ জোড়া
উচু নীচু বেঞ্চ, কালি নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৫ জোড়া, পীরযাত্রাপুর
উচ্চ বিদ্যালয়ে ২২ জোড়া, পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজে ২৫ জোড়া,
সাদেকপুর বালিকা মাদ্রাসায় ২৩ জোড়া বেঞ্চ সহ মোট ১২৭ জোড়া বিনামূল্যে বিতরণ
করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক
হায়দার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
অতিথি
ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মীর হোসেন
মীঠু, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা আব্দুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তার ফাতেমা তোজ জোহরা,
উপজেলা ফ্যাসিলিটেটর (ইউজিডিএপ) মোহাম্মদ ছফি উল্লাহ।
এসময় আরও উপস্থিত
ছিলেন নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষ মামুন মিয়া মজুমদার, কালি নারায়ণ
বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ পাল, পীরযাত্রাপুর উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়া, পীরযাত্রাপুর জোবেদা
খাতুন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান ভূইয়া, সাদেকপুর ইসলামীয়া বালিকা
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নেয়ামত উল্লাহ।