প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:২০ পিএম |

সিরাজগঞ্জ সদর উপজেলায় বালুবাহী ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর তিনটার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি আঞ্চলিক সড়কের পাইকপাড়া ঠাকুরটেক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সদর উপজেলার রামগাঁতি গ্রামের শাহ জামালের ছেলে শুভ (২০) ও একই গ্রামের মোন্নাফ শেখের ছেলে স্বপন (২০)।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শুভ ও স্বপন মোটরসাইকেলযোগে সয়দাবাদের দিকে যাচ্ছিলেন।
ঘটনাস্থলে পৌঁছলে মুলিবাড়ি থেকে সিরাজগঞ্জ শহরগামী বালুবাহী ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থলে থেকে ড্রাম ট্রাক মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।