বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪
২৫ আশ্বিন ১৪৩১
কুমিল্লায় দুইদিনে ট্রান্সফরমার চুরি ও ক্রয়-বিক্রয়ের মূল হোতাসহ গ্রেফতার ১৩
তানভীর দিপু:
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০১ পিএম আপডেট: ০৬.০২.২০২৪ ৫:০৪ পিএম |

কুমিল্লায় দুইদিনে ট্রান্সফরমার চুরি ও ক্রয়-বিক্রয়ের মূল হোতাসহ গ্রেফতার ১৩কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গেলো দুই দিনে বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির মূল হোতা ১৩ জনকে গ্রেফতার করা হয়ছে। গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার মোঃ মনির হোসেন (৩২), চান্দিনা উপজেলার আইলকামারা গ্রামের মোঃ সোহেল (৩০), কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকার কামরুল হাসান (৩২), তিতাস উপজেলার দক্ষিন দূর্গাপুর গ্রামের মাঈন উদ্দিন (২৮) ও বুড়িচং উপজেলার দক্ষিন গ্রামের রুবেল আহমেদ ওরফে মিন্টু, দেবিদ্বারের মোঃ কবির হোসেন, সদর উপজেলার দৌলতপুরের জহিরুল ইসলাম (২৮) সদর দক্ষিন উপজেলার রুবেল (২৬), লালমাই উপজেলার মাসুদ রানা (২৩). একই উপজেলার মেহেদী হাসান ওরফে শাকিল (২৩), রবিউল আলম ওরফে (২৬), ব্রাহ্মনবাড়িয়া জেলার আহাম্মদপুর গ্রামের রুবেল (২৮), পাবনার বেড়া উপজেলার মোঃ রফিকুল ইসলাম মনছুরসহ। 
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান। 
পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, গ্রেফতারকৃতরা গেলো কয়েকদিনে কুমিল্লাসহ আশেপাশের জেলা থেকে তিনশতাধিক বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরি করে। শুধু কুমিল্লার বিভিন্ন থানায়  এ সংক্রান্ত ১৩ টি অভিযোগ দাখিল করে ভুক্তভোগীরা। গ্রেফতারকৃতরা চোরের দল মাত্র কুড়ি মিনিটেই তারা একেকটি ট্রান্সফার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনটি পক্ষ জড়িত থাকে। একপক্ষ আগে থেকে ট্রান্সফারমার কোথায় আছে কিভাবে চুরি করতে হবে সে জন্য র‌্যাকি করে। অপর পক্ষ সুযোগ বুঝে চুরি করে। আরেক পক্ষের মধ্যস্থতায় চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফারমারগুলো বিক্রি করা হয়।  এমন ঘটনায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রথমে চোর চক্রের মূল হোতাসহ ৫ জনকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য মতো আরো ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। চোর চক্রের ১৩ সদস্যকে গ্রেফতারের সময় বিপুল পরিমান বৈদ্যুতিক ট্রান্সফারমারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। 
গ্রেফতারকৃতদের মধ্যে অনেকের বিরুদ্ধে মাদক, ডাকাতি ও চুরিসহ অসংখ্য মামলা রয়েছে












সর্বশেষ সংবাদ
কুমিল্লার ৭৪৮টি পূজা মণ্ডপে ঢাকে পড়বে কাঠি;
সাবেক এমপি ইউসুফ হারুনসহ ১৬ জনের বিরুদ্ধে ২ মামলা
কুবি উপাচার্য হায়দার আলীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
সঠিক তালিকা না থাকায় বিপত্তি
নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না : অর্থ উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যতিক্রমী উদ্যোগ
মুজিবুল হক-বাহার-সূচনাসহ ৪ জনের দুর্নীতি অনুসন্ধানে দুদক
কুবি উপাচার্য হায়দার আলী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
কুবি উপাচার্য হায়দার আলী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
১০ খাতে রাষ্ট্র সংস্কার প্রস্তাব জামায়াতের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২