উপজেলা
পর্যায়ে ৪৫তম “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ” জাতীয় বিজ্ঞান মেলা
অনুষ্ঠিত। কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা গত ১
ফেব্রুয়ারি সকাল ৯টা হতে কুমিল্লা হাউজিং এষ্টেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত
বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ৩টি গ্রুপে
প্রকল্প উপস্থাপন ছিল তার মধ্যে ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা জুনিয়র গ্রুপ
(মাধ্যমিক শাখা) ও সিনিয়র গ্রুপ (উচ্চ মাধ্যমিক শাখা) অংশগ্রহণ করে তৃতীয়
স্থান অর্জন করেন। জুনিয়র গ্রুপের প্রকল্পের নাম ছিল “দি প্রসেস অব
রিডিউসিং গ্লোবাল ওয়ার্মিং” এর দলনেতা শাহরান তাওহীদ এবং সিনিয়র গ্রুপের
প্রকল্পের নাম ছিল “স্মার্ট সিটি” এর দলনেতা পারভেজ মোশারফ। জাতীয় বিজ্ঞান
মেলায় প্রকল্পের সহযোগিতায় ছিলেন মোঃ আজাদ কবীর, সহকারী অধ্যাপক (পদার্থ
বিজ্ঞান), খোদেজা আক্তার প্রভাষক (রসায়ন) ও ইসমত সালমা, সহকারী শিক্ষক
(বিজ্ঞান)। দুটি গ্রুপের মধ্যে সম্মানিত বিচারক মন্ডলীর বিবেচনায় ইসলামিয়া
আলিয়া কামিল মাদরাসা তৃতীয় স্থান লাভ করে। উপজেলা পর্যায়ে ৪৫তম জাতীয়
বিজ্ঞান মেলায় তৃতীয় স্থান অর্জন করায় ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা,
চকবাজার, কুমিল্লা এর অধ্যক্ষ মাও. মোহাম্মদ আবদুল মতিন সংশ্লিষ্ট সকলকে
আন্তরিক অভিনন্দন জানান।