পরিবেশ, বন
ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, আগামী এক বছরের
মধ্যে দেশের জলাভূমিগুলোর ম্যাপিং করা হবে। জলাভূমি সংরক্ষণে আমরা এ কাজ
করবো। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের লক্ষ্যে করণীয় নির্ধারণের পর
সমন্বয় করে কাজ করতে হবে।
রবিবার (৪ জানুয়ারি) বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে বন অধিদফতরে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী
বলেন, ‘জলাভূমি আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি জীববৈচিত্র্য
রক্ষা, জলবায়ু ও বন্যা নিয়ন্ত্রণ এবং জীবিকা নির্বাহের জন্য গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে। সরকার জলাভূমি রক্ষার জন্য বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ
করেছে।’ তিনি সবাইকে জলাভূমি রক্ষায় সহায়তার আহ্বান জানান।
অনুষ্ঠানে
আরও বক্তব্য রাখেন– পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদফতরের
মহাপরিচালক ড. আবদুল হামিদ, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী,
উপ-প্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের
চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা
ইনাম আল হক প্রমুখ।