চট্টগ্রামের
একটি আবাসিক ভবনে লকার কেটে ১৫০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে নগরের বায়েজিদ থানার আমিরবাগ আবাসিক এলাকায় এ
ঘটনা ঘটে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বাড়ি মালিক সারওয়ার আলম খান বলেন,
শুক্রবার রাত ২ থেকে ৩ টার মধ্যে দুর্বৃত্তরা আমার বাড়ির দ্বিতীয় তলায়
প্রবেশ করে লকার কেটে ১৫০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। সকালে
বিষয়টি জানতে পেরে পুলিশকে জানিয়েছি। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া
চলছে।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনা। গত বছরের
১৭ ডিসেম্বর নগরের ষোলশহর এলাকার ‘ফিনলে স্কয়ার’ ভবনে বসবাসরত এক দুবাই
প্রবাসীর বাসা থেকে চুরি হয় ১০০ ভরি সোনা। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে
ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জানুয়ারি
চারজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয় ১০০ ভরি সোনা।
এরপর গত ২৬
জানুয়ারি নগরের কোতোয়ালি থানার হাজারি লাইন মিয়া শপিং কমপ্লেক্সের দ্বিতীয়
তলা ৯ নম্বর দোকানের তালা ভেঙে প্রায় সাড়ে ৭ ভরি সোনা চুরি করে চোরচক্র।