কুমিল্লা
ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র (সিওইউডিএস) দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও
ডিবেটর সার্চ টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
হয়েছে। এতে বিজয়ী হয়েছে আইন বিভাগ। এবার বিতর্কের মূল প্রতিপাদ্য ছিল
'যুক্তির বর্ণমালা গ্রন্থিত হোক মুক্তির কবিতা'।
শনিবার (৩ ফেব্রুয়ারি)
বিকাল চারটায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন
বিভাগ বনাম আইন বিভাগের মধ্যে বিতর্কের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। এবার
বিতর্কের বিষয় নির্ধারিত ছিল, এই সংসদ মনে করে স্নাতক ও স্নাতকোত্তর অধ্যয়ন
সীমিত করে কারিগরি শিক্ষা সম্প্রসারণ করা।
এসময় জান্নাতুল ফেরদৌসের
সভাপেিত্ত্ব এবং কাউসার আহম্মেদ বাঁধনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন কুমিল্লার সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সাবেক সভাপতি বদরুল
হুদা জেনু, ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মেহেদী হাসান
শাহরিয়ার, কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর ড.মোঃ
আব্দুল্লাহ আল মাহবুব। এছাড়াও আইন বিভাগের ছাত্র উপদেষ্টা সাঈদা তালুকদার
রাহী ও আইন বিভাগের প্রভাষক সোহরাব হোসেন (সৌরভ) এবং একাউন্টিং অ্যান্ড
ইনফরমেশন বিভাগের সহকারী অধ্যাপক ফাহমিদা বেগম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,
এর আগে কেক কেটে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির দশম
প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়াও ডিবেটিং সোসাইটির বিভিন্ন
কমিটির বিতার্কিকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লা ইউনিভার্সিটি
ডিবেটিং সোসাইটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়।