সময়টা
ভালো যাচ্ছে না শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। মৌসুমের প্রথম টুর্নামেন্ট
স্বাধীনতা কাপের কোয়ার্টারফাইনাল থেকে বিদায়ের পর ফেডারেশন কাপে গ্রুপপর্ব
টপকালেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুব খারাপ অবস্থা সাবেক চ্যাম্পিয়নদের।
মেসিডোনিয়ান কোচ বিদায় করে ক্লাবটি ডাগআউটে দাঁড় করিয়েছে জুলফিকার মাহমুদ
মিন্টুকে।
প্রধান কোচ হিসেবে শেখ জামালে অভিষেকটা ভালো হলো না মিন্টুর।
শনিবার গোপালগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামাল ২-০ গোলে হেরে গেছে চট্টগ্রাম
আবাহনীর কাছে।
প্রথম ৫ রাউন্ডে জয়হীন থাকা চট্টগ্রাম প্রথম জয় পেলো
সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে। প্রথমার্ধ গোলশূন্য থাকা ম্যাচের দ্বিতীয়ার্ধে
দুইবার লক্ষ্যভেদ করে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।
১২
মিনিটে কাওসার রাব্বীর গোলে লিড নেয় চট্টলার দলটি। শেখ জামাল ম্যাচে ফেরার
চেষ্টা করেও পারেনি। উল্টো ইনজুরি সময়ে গোল খেয়ে হারের ব্যবধান বড় হয়
জামালের। চট্টগ্রাম আবাহনীর ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেছেন নাইজেরিয়ান
ডেভিড ওজুকু।
৬ ম্যাচে শেষে দুই দলেরই ঝুলিতেই ৬ পয়েন্ট করে। গোল
ব্যবধানে টেবিলের অষ্টম স্থানে চট্টগ্রাম আবাহনী এবং শেখ জামাল ধানমন্ডি
ক্লাব নবম স্থানে।