প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩৪ এএম |

কুমিল্লার
সার্কিট হাউজের সামনে দুই গ্রুপ কিশোর গ্যাংয়ের সশস্ত্র মহড়া ও ধাওয়া
পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে এই ঘটনা ঘটে।
ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে ধারালো অস্ত্র ছিলো
বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় একটি ভবনের সিসি ক্যামেরার
ফুটেজে দেখা যায়, শুক্রবার বিকাল সাড়ে চারটায় কুমিল্লার সার্কিট হাউজ মোড়ে
প্রকাশ্য ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে দুই কিশোর গ্যাং গ্রুপ। দুই গ্রুপে
অন্তত এক শ জন্য কিশোর বয়সীরা অস্ত্র প্রদর্শন ও ইট পাটকেল নিক্ষেপ করে।
সিসি ক্যামেরার ফুটেজে বেশ কয়েকজনের হাতে রাম দা দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে।

কুমিল্লা
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, এই ঘটনায় তিনজনকে
আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তথ্য নেয়া হচ্ছে। বিভিন্ন
সিসিক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তবে এই গ্রুপ দুইটির নাম
তাইক্ষনিকভাবে জানা যায়নি।