বুধবার ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২
কুমিল্লার কাছে পাত্তাই পায়নি চট্টগ্রাম
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৬ এএম |

 কুমিল্লার কাছে পাত্তাই পায়নি চট্টগ্রামটানা তিন ম্যাচে জয়ের পর হারের মুখ দেখলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে পাত্তাই পায়নি সাগরিকার পাড়ের দলটি।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিং করতে নেমে ৭২ রানে অলআউট হয় চট্টগ্রাম। চলমান আসরে এটিই সর্বনি¤œ দলীয় স্কোর। তাড়া করতে নেমে ৬৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা।
দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মোহাম্মদ রিজওয়ান ও রেইমন রেফার। রিজওয়ান ১৬ ও রেইফার ৫ রানে অপরাজিত ছিলেন। মাঝে ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে জয় সহজ করে দেন তাওহীদ হৃদয়।
এদিকে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না লিটন দাস। ৯ বলে ২ রান করেন তিনি। আগের ম্যাচে ফিফটি করা অঙ্কন আউট হয়েছেন ৫ বলে ৫ রান করে। চট্টগ্রামের হয়ে জিয়াউর রহমান, আল আমিন হোসেন ও বিলাল খান একটি করে উইকেট নেন।
এর আগে কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে কুমিল্লার স্পিনাররা চট্টগ্রামের ব্যাটারদের কোনো সুযোগই দেননি। দুই স্পিনার তানভীর ইসলাম ও আলিস আল ইসলাম নেন মিলে নেন ৬ উইকেট। তানভীর ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৪ উইকেট। আলিস সমান ওভারে ১৪ রান দিয়ে নেন ২ উইকেট। দুজনে ৮ ওভারে দেন ২৭ রান। ম্যাচ সেরার পুরস্কার পান তানভীর।
চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন টম ব্রুস। ১১ রান করেন নাজিবুল্লাহ জাদরান। আর কোনো ব্যাটার দুই অঙ্কের মুখ দেখেননি। ছয় ম্যাচে চট্টগ্রামের এটি দ্বিতীয় হার। আর কুমিল্লা পঞ্চম ম্যাচে এসে তৃতীয় জয় নিশ্চিত করলো।
















সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২