নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বড়ভাঙ্গাইন্না ফৌজিয়া খসরু দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ রাসেল মিয়া। এছাড়াও মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন দৈনিক কুমিল্লার কাগজের উপ সম্পাদক সাংবাদিক জহির শান্ত। এ দু’জন আগের কমিটিতেও সভাপতি ও বিদ্যোৎসাহী হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
বড়ভাঙ্গাইন্না ফৌজিয়া ফখরু দাখিল মাদ্রাসার নবগঠিত ম্যানেজিং কমিটির তালিকা নিম্নরূপ:
সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রাসেল মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মাওলানা আবদুল মালেক, সুপার ও সদস্য সচিব মোঃ খাইরুল আমিন, বিদ্যোৎসাহী সাংবাদিক জহির শান্ত, দাতা সদস্য মাজেদা খাতুন, অভিভাবক সদস্য মোঃ ওমর ফারুক রিপন, মোঃ মজিবুর রহমান, আবদুল করিম ভূইয়া, মোঃ রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ইয়াছমিন আক্তার, শিক্ষক সদস্য মোঃ সুলতান আহমেদ, মোঃ সিরাজুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মোসাঃ রোজিনা আক্তার। এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করে।
বরাদ্দ ঘোষণা করলেন এমপি জাহের:
এদিকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ জাহের বড়ভাঙ্গাইন্না ফৌজিয়া খসরু দাখিল মাদ্রাসার উন্নয়নকল্পে নতুন পরিচালনা কমিটির মাধ্যমে ১ লাখ টাকা উন্নয়নের বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমি কাজ করে যাবো।