শুক্রবার ৪ অক্টোবর ২০২৪
১৯ আশ্বিন ১৪৩১
মাশরাফির আসনে জামানত হারালেন প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৬:৫১ পিএম |

মাশরাফির আসনে জামানত হারালেন প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীআওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং দলটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজার আসনে (নড়াইল-২) জামানত হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ৭ প্রার্থী।



নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে দেখা যায়, মাশরাফির আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৩ হাজার ২১১ জন। তার মধ্যে ৩ হাজার ৪২৫টি ভোট বাতিল হয়েছে। বৈধ ভোটের মধ্যে ১ লাখ ৮৯ হাজার ১০২টি ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনপ্রিয় ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। অন্য ৭ প্রার্থীর মধ্যে ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান ৪ হাজার ৪১টি, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ ১ হাজার ৯০৯টি, এনপিপির মনিরুল ইসলাম ৫৮০টি, গণফ্রন্টের লতিফুর রহমান ৫৮২টি, ইসলামী ঐক্যজোটের মাহবুবুর রহমান ১ হাজার ৮৫৩টি, স্বতন্ত্র প্রার্থী নূর ইসলাম পেয়েছেন ১ হাজার ৩৬৩ এবং সৈয়দ ফয়জুল আমীর লিটু পেয়েছেন ৩৫৬টি ভোট ৷


অন্যদিকে নড়াইল-১ আসনেও নৌকার প্রার্থী কবিরুল হক মুক্তির প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ৪৬ হাজার ৩২৬ জন। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ১৬৫টি। যার মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২১৫টি। বাকি ৬ প্রার্থীর মধ্যে কবিরুল হক মুক্তির স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক পেয়েছেন ৮৮১ ভোট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম ২ হাজার ১৯৭, জাতীয় পার্টির মিল্টন মোল্যা ৩ হাজার ৭৬৩, জেপির প্রার্থী শামীম আরা পারভীন ৫১৫, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী ৫৬৩ এবং স্বতন্ত্র প্রার্থী সিকদার শাহাদাত হোসেন পেয়েছেন ১ হাজার ৩১ ভোট।

প্রসঙ্গত, জামানত হারানো ১৩ প্রার্থীর মাঝে নড়াইল-২ আসনে নির্বাচনের কয়েক দিন আগে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু সংবাদ সম্মেলন করে মাশরাফিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। একইভাবে নড়াইল-১ আসনে নৌকার প্রার্থী স্বামী বিএম কবিরুল হক মুক্তিকে সমর্থন জানিয়ে তার স্ত্রী চন্দনা হক প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচন থেকে সরে দাঁড়ান।












সর্বশেষ সংবাদ
বাহার-সূচির বিরুদ্ধে আরো এক মামলা
সদর দক্ষিণ উপজেলার সাবেক দুই চেয়ারম্যানসহ ৯৬ জনের নামে সমন্বয়কের মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার এক প্রবাসীর মৃত্যু
বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত
কুমিল্লার আলোচিত সুমন মেম্বার গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহার ও সূচিকে সীমান্ত পারের অভিযোগ ।। কুমিল্লার আলোচিত সুমন মেম্বার গ্রেপ্তার
সদর দক্ষিণ উপজেলার সাবেক দুই চেয়ারম্যানসহ ৯৬ জনের নামে সমন্বয়কের মামলা
বাহার-সূচির বিরুদ্ধে আরো এক মামলা
কামাল চৌধুরীসহ চারজন গ্রেপ্তার
সাবেক এমপি জাহেরের দুর্নীতির অনুসন্ধান করবে দুদক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২