
দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে চারটি আসনে আওয়ামী লীগের
মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করা বর্তমান চার এমপি স্বতন্ত্র
প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন। বাকি সাতটি আসনে আওয়ামী লীগের নতুন
মুখের দুই প্রার্থী এবং বর্তমান পাঁচ এমপি জয় পেয়েছেন।
আওয়ামী লীগের
বর্তমান এমপিদের মধ্যে যারা স্বতন্ত্র প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন
তারা হলেন কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সেলিমা আহমাদ মেরী, কুমিল্লা-৩
(মুরাদনগর) আসনের ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের
রাজী মোহাম্মদ ফখরুল ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এডভোকেট
আবুল হাসেম খান। তাদের বিপরীতে জয় পেয়েছেন অধ্যাপক আবদুল মজিদ, জাহাঙ্গীর
আলম সরকার, আবুল কালাম আজাদ এবং এম এ জাহের।
ভোটের লড়াইয়ে কুমিল্লা-২
(হোমনা-মেঘনা) আসনের নৌকার প্রার্থী বর্তমানে এমপি সেলিমা আহমাদ মেরী
ধরাশায়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোমনা উপজেলা আওয়ামী
লীগের সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল মজিদের কাছে।
কুমিল্লা-৩ (মুরাদনগর)
আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের
সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের কাছে ভোটের লড়াইয়ে হেরে গেলেন
ওই আসনের বর্তমান এমপি নৌকা প্রতীকের ইউসুফ আবদুল্লাহ হারুন।
কুমিল্লা-৪
(দেবিদ্বার) আসনের বর্তমান এমপি নৌকা প্রতীকের রাজী মোহাম্মদ ফখরুল
হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উত্তর
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদ্য পদত্যাগ করা দেবিদ্বার উপজেলা
পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের কাছে।
কুমিল্লা-৫
(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি ও নৌকা প্রতীকের
প্রার্থী এডভোকেট আবুল হাসেম খান বড় ব্যবধানে পরাজিত হয়েছেন কেটলি প্রতীকের
স্বতন্ত্র প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ
কল্যাণ সম্পাদক এম এ জাহেরের কাছে।
এদিকে কুমিল্লার সাতটি আসনে বড় জয়
পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। তারা হলেন -কুমিল্লা-১০
(নাঙ্গলকোট-লালমাই) আসনের বর্তমান এমপি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা
কামাল, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বর্তমান এমপি ও এলজিআরডি
মন্ত্রী মো. তাজুল ইসলাম, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বর্তমান এমপি ও
সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব, কুমিল্লা-৬ (সদর, সিটি কর্পোরেশন)
আসনের বর্তমান এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের
বর্তমান এমপি ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের
নতুন মুখ ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের নতুন মুখ আবু
জাফর মোহাম্মদ সফিউদ্দিন।
