
শনিবার
(৯ ডিসেম্বর)কুমিল্লার বুড়িচং বাজারে ধার্য্যকৃত মূল্যের অধিক দামে পেঁয়াজ
বিক্রি করায় এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে দেখিয়ে না রাখায় ৫ জন
বিক্রেতাকে মোট ১১৫০০/( এগার হাজার পাঁচশত) টাকা অর্থদ- প্রদান করেন
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। এসময়
বুড়িচং থানার পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম বলেন নিয়মিত বাজার তদারকি করা
হবে।এবং মূল্যের বাহিরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রি করলে
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা অব্যাহত থাকবে। এবং রবিবার ও সোমবার
গুরুত্বপূর্ণ বাজারে সকল দোকান পাটে এ অভিযান অব্যাহত থাকবে।
