স্বতন্ত্র
প্রার্থী হতে মনোনয়নপত্রের সঙ্গে সংসদীয় এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর
জমা দেওয়ার যে বিধান তা চ্যালেঞ্জ করা রিট আবেদনটি ফেরত দিয়েছেন একটি
হাইকোর্ট বেঞ্চ।
বুধবার (৬ ডিসেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জানা
গেছে, এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিয়ে একটি রিট মামলায় ইতোপূর্বে রায়
দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার। এ কারণে তিনি এই মামলা শুনবেন না।
এর
আগে, গত ৫ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্রের সঙ্গে সংসদীয়
এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার যে বিধান তা চ্যালেঞ্জ করে
হাইকোর্টে রিট দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন
আইনজীবী ইউসুফ আলী। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী
করা হয়।
পরে ইউসুফ আলী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের
স্বাক্ষর থাকার বিধান থাকার কারণে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন
না। এই বিধানটা তুলে দিলে স্বতন্ত্র প্রার্থীরা ঝামেলামুক্তভাবে নির্বাচনে
অংশ নিতে পারবেন। এ কারণে জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেছি।’
আরপিও
১২ ধারায় স্বতন্ত্র প্রার্থীকে এক শতাংশ ভোটারের স্বাক্ষর থাকার বিধানটি
সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থি বলেও দাবি করেন এই আইনজীবী।