শনিবার ২৭ জুলাই ২০২৪
১২ শ্রাবণ ১৪৩১
কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার প্রশিক্ষণ কোর্সের সনদ প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১২:০১ এএম |

  কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার প্রশিক্ষণ কোর্সের সনদ প্রদান
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সচেতনতা তৈরি, দুর্ঘটনা ও দুর্যোগে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, গুরুতর আহতদের হাসপাতালে প্রেরণ, অগ্নি নিরাপত্তা ও উদ্ধার বিষয়ক মৌলিক প্রশিক্ষণের আয়োজন। ২৪ ঘন্টা প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল দূর্যোগে বিপদগ্রস্থ মানুষের পাশে থাকার প্রতিষ্ঠান বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গতকাল কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভলান্টিয়ার কোর্সের সনদ প্রদান অনুষ্ঠান বক্তারা এসব কথা বলেন। কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন আবু সুফিয়ান রাসেল, বশিরা রশিদ, ¯েœহা সাহা, আবু তাহের।  প্রশিক্ষণে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা বিশ^বিদ্যালয়, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট, সোনার বাংলা কলেজ, কুমিল্লা আইডিয়াল কলেজ, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপ, ইয়েস গ্রুপ, কুমিল্লা মর্ডান হাই স্কুল এর ১০০ জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভলান্টিয়ার কোর্সের প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী রাহেলা আক্তার জ্যোতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থী ¯েœহা সাহা দেশের গানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।













সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের রাজাকার বলিনি
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী
গ্রেপ্তার বাড়ছে কুমিল্লায়
চিরচেনা রূপে অর্থনীতির লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী
কুমিল্লায় আট মামলায় গ্রেপ্তার দেড় শতাধিক
আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন
গ্রেপ্তার বাড়ছে কুমিল্লায়
অফিসে হামলার সময় চেয়ে চেয়ে দেখলেন: স্বরাষ্ট্রমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft