চলতি বছরের
ডিসেম্বরে জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার মেয়াদ শেষ হতে চলছে। নতুন
মেয়াদে চুক্তির জন্য দুই পক্ষের মধ্যে কথা বার্তা চলছিল। অবশেষে চ’ড়ান্ত
হয়েছে সবকিছু। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত স্প্যানিশ কোচের মেয়াদ বাড়ানোর
সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার জাতীয় টিমস
কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতমসহ সভাপতি কাজী নাবিল আহমেদের
স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন চুক্তির জন্য
কাবরেরা আগের চেয়ে দ্বিগুণ বেতন দাবি করেছিলেন। তার চাওয়া মতো দ্বিগুণ না
হলেও আগের চেয়ে বেশি বেতনে স্প্যানিশ কোচকে রাখা হয়েছে। নতুন চুক্তি করে
কাবরেরা ছুটিতে দেশে ফিরে যাবেন। নতুন বছরে এসে কাজ শুরু করার কথা রয়েছে
তার।
কাবরেরা বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন দুই বছর। প্রথম
বছরে সফল না হলেও এই বছর তার অধীনে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজ দল। তার অধীনে
এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৫টি জয়ের বিপরীতে হার ৪টি,
৪টি ড্র। সাফ চ্যাম্পিয়নশিপে ২০০৯ সালের পর সেমিফাইনাল কিংবা
আফগানিস্তানের মতো দলের বিপক্ষে ড্রয়ের নজির গড়া গয়েছে তার আমলে। এছাড়া
বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে লেবাননের বিপক্ষে ড্র কম সাফল্য নয়। ২০২৪ সালে
অবশ্য আরও কঠিন পরীক্ষা তার সামনে। বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচ রয়েছে।
সেখানে আগের চেয়ে ভালো করার চ্যালেঞ্জ তার সামনে।