আগামী ১০ ডিসেম্বর
(রবিবার) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীতে সমাবেশ করবে ক্ষমতাসীন
আওয়ামী লীগ। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কর্মসূচি ঘোষণা করা হলেও অনুমতি
না পাওয়ায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঘরোয়াভাবে আলোচনা সভা করবে দলটি।
সমাবেশের
অনুমতি না পাওয়ায় রবিবার (১০ ডিসেম্বর) সকালে শিল্পকলা একাডেমিতে এ সভা
করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বুধবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত
করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।
বাংলা
ট্রিবিউনকে তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর
ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশের অনুমতি পাওয়া যায়নি। সে কারণে ওই দিন
সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে ঘরোয়াভাবে আলোচনা সভা করা হয়েছে।
এর আগে
১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি চেয়ে রবিবার (৩ ডিসেম্বর) বিভাগীয় কমিশনার ও
রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
কিন্তু আইনি কারণে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দেয়নি নির্বাচন কমিশন।
ফলে ওই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের
সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর
আগে শনিবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে (১০ ডিসেম্বর)
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিকাল ৩টায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করে ঢাকা
মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। পরদিন রবিবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন
(ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচনি
আচরণবিধি অনুযায়ী রাজনৈতিক দলের সমাবেশ করতে অনুমতি নিতে হবে।
এদিকে,
আগামী ১০ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে মানববন্ধন পালনের
ঘোষণা দিয়েছে বিএনপি। গেল বছরের এই দিন নয়াপল্টনে বড় সমাবেশের ডাক দিয়েছিল
দলটি। ওই কর্মসূচিকে ঘিরে রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।