দীর্ঘ ৩৪ বছর প্রবাস জীবন শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন আবু হানিফ
মোঃ হুমায়ুন কবির মানিক
|
বাবা-মা, ভাই-বোন ও পরিবারের সুখের আশায় ১৯৮৯ সালে সৌদি আরবে পাড়ি জমান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামের আবুল খায়েরের ছেলে আবু হানিফ পাটোয়ারী (৫০)। দীর্ঘ ৩৪ বছর প্রবাস জীবন শেষ করে অবশেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, আবু হানিফ পাটোয়ারী ১৯৮৯ সালে ষোল বছর বয়সে সৌদি আরবে যান। সেখানে একটি কোম্পানীতে চাকুরী করতেন তিনি। প্রবাস জীবনে প্রতি ৩/৪ বছর পরপর ছুটি নিয়ে তিনি বাড়িতে আসতেন। গত কয়েক মাস থেকে প্রবাসে কিডনী, পিত্তথলিতে পাথরসহ শারীরিক নানা সমস্যা ভূগছিলেন আবু হানিফ। পরে তিনি গত ২১ নভেম্বর ২০২৩ তারিখে উন্নত চিকিৎসার জন্য দেশে এসে, ঢাকা বিমান বন্দরে নেমেই চলে গেলেন ধানমন্ডীতে অবস্থিত ঢাকা সেন্ট্রাল হসপিটালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জীবিত দেশে ফিরলেও, অবশেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন আবু হানিফ। মরহুমের ছোট ভাই জাহাঙ্গীর আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আবু হানিফের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। |