নিজস্ব
প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ সদর আসনের জাতীয়
পার্টি মনোনীত প্রার্থী এয়ার আহমেদ সেলিমের ব্যাংক ঋণ আছে ৮ কোটি ৪৫ লাখ ৯৮
হাজার ৬৭৪ টাকা। তাঁর কাছে নগদ অর্থ আছে ৯৬ লাখ ২২ হাজার ৩৩৭ টাকা।
নির্বাচনী হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা
জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম হলফ নামায় শিক্ষাগত যোগিতায়
লিখেছেন ‘স্বশিক্ষিত’। পেশা হিসেবে উল্লেখ করেছেন, সমাজকর্মী, রাজনীতিবিদ ও
ব্যবসায়ী। তার বাৎসরিক আয় ১০ হাজার টাকা। যার উৎস কৃষিখাত হিসেবে লেখা
হয়েছে। পূবালী ব্যাংক লিঃ থেকে এই প্রার্থীর একক ঋণের পরিমাণ ৮ কোটি ৪৫ লাখ
৯৮ হাজার ৬৭৪ দশমিক ৫৬ টাকা। তবে কোন খেলাপী ঋণের পরিমাণ নেই।
হলফনামায়
তিনি আরো উল্লেখ করেছেন, অস্থাবর সম্পত্তি হিসেবে প্রার্থীর নগদ টাকা
রয়েছে ৯৬ লাখ ২২ হাজার ৩৩৭ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত
অর্থের পরিমান ৭ হাজার ৬৬৩ টাকা। এছাড়া পরিবহন, স্বর্ণ ও অন্যান্য মূল্যবান
অলংকারাদি, ইলেকট্রনিক্স সামগ্রী ও আসবাবপত্রসহ ৭ লাখ ৫০ হাজার টাকা।
স্থাবর সম্পদের পরিমান উল্লেখ করা হয়েছে- কৃষি জমির পরিমান ১০ শতক
অর্জনকালীন সময়ে যার মূল্য ৯০ হাজার টাকা, ১৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের
অকৃষি জমি, ২য় তলা একটি বিল্ডিং মূল্য ১৫ লাখ ৫০হাজার টাকা।