নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে
দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ৩টা দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি আইরিশ হিল রেস্টুরেন্টের পাশে এ ঘটনা
ঘটে। আগুনে তিশা পরিবহনের ওই তিনটি বাসের বেশ কিছু অংশ পুড়ে যায়। পরে খবর
পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি
নিশ্চিত করে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভূইয়া বলেন,
রাতে কোটবাড়ি আইরিশ হিল রেস্টুরেন্টের পাশে কুমিল্লা-ঢাকা রুটে চলাচলকারী
তিশা পরিবহনের তিনটি বাস দাড়িয়ে ছিল। রাত ৩টায় দিকে কয়েকজন দুর্বৃত্ত
মোটরসাইকেলে এসে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে
প্রাথমিকভাবে জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট
ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা
চলছে।