আজ
১ ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধের অগ্রসৈনিক এবং জাতির গর্ব ইস্ট বেঙ্গল
রেজিমেন্টের প্রতিষ্ঠাতা এবং ভাষা আন্দোলনের সূচনা সৈনিক সাবেক প্রাদেশিক
আইন পরিষদের সদস্য জাতীয় বীর মেজর আবদুল গণির জন্মদিন। বাঙালী জাতির
অস্তিত্ব নির্মাণে, মেজর আবদুল গণির কীর্তি ও অবদান অবিস্মরণীয়। মেজর আবদুল
গণি ১৯১৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের
এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত সারাফত
আলী, মাতা প্রয়াত জোবেদা খাতুন। মেজর গণির স্ত্রী প্রয়াত বেগম আছিয়া গণি।
তাঁর দুই ছেলে কর্নেল (অব.) তাজুল গনি ও লে. কর্ণেল (অব.) খালেদ গণি, তিন
কন্যা মাহমুদা বেগম, হাসিনা বেগম ও প্রয়াত সাজেদা বেগম। তিনি শিদলাই
মাদ্রাসায় পড়াশোনা শেষে চট্টগ্রাম ইসলামিয়া হাই মাদ্রাসা ও চট্টগ্রাম
মুসলিম হাই স্কুলে পড়ালেখা করে পরবর্তীতে ১৯৩৬ সালে খুলনা জিলা স্কুল থেকে
এন্ট্রাস পাস করেন। এরপর তিনি কলকাতা ইসলামিয়া কলেজ থেকে ১৯৩৮ সালে
ইন্টারমিডিয়েট এবং ১৯৪০ সালে ¯œাতক পাস করার পর কলকাতা ফায়ার ব্রিগেডে
প্রথম বাঙ্গালি অফিসার পদে নিয়োগ পান।
মেজর আবদুল গণি শৈশব কৈশোর জীবনে
খেলাধুলা, সমাজ সেবা ও শিক্ষার প্রতি আসক্ত ও অনুরাগী ছিলেন। বাল্যকাল
থেকেই তাঁর নেতৃত্বের গুণাবলী বিকাশ লাভ করেছিল। ছাত্র থাকাকালে ‘সবুজ
কোর্তা’ নামে একটি তরুণ বাহিনী গঠন করেন। এ বাহিনী সমাজের কল্যাণকর কাজে
অংশগ্রহণ করে। জনসেবামূলক কাজে এই বাহিনীর পদচারণ তখন সকল মহলের প্রশংসনীয়
ছিল। ১৯৪১ সালে মেজর আবদুল গণি ব্রিটিশ ভারতীয় পাইওনিয়র কোরে কমিশন্ড
অফিসার হিসাবে যোগ দেন। পরবর্তীতে ১৯৪২ সালের শেষ দিকে লেফটেন্যান্ট পদে
পদোন্নতি লাভ করেন। ১৯৪৩ সালে তিনি ক্যাপ্টেন হন। ১৯৫৩ সালের ৩ ডিসেম্বর
মেজর পদে পদোন্নতি পান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাঙ্গালী সৈন্যদের
বীরত্বপূর্ণ লড়াইয়ে অনুপ্রাণিত হয়ে মেজর গণি তৎকালীন ব্রিটিশ সেনাবাহিনীর
কমান্ডার জেনারেল মেসারভিকে এক আবেদনপত্রে বাঙ্গালী মুসলমানদের নিয়ে একটি
আলাদা রেজিমেন্ট গঠনের দাবি উপস্থাপন করেন। তাঁর এই যৌক্তিক দাবি মেনে নিয়ে
সে সময় মেসারভি মেজর গণির এ দাবি বাস্তবায়নে সহায়তা করেছিলেন। তৎকালীন
প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিনের কাছেও মেজর গণি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
গঠনের যৌক্তিকতা তুলে ধরেন। ১৯৪৮ সালে ১৫ ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল
রেজিমেন্টর অগ্রযাত্রা মেজর আবদুল গণির হাত ধরে। তিনি শুধু ইস্ট বেঙ্গল
রেজিমেন্টের প্রতিষ্ঠাতাই ছিলেন না, তাঁর চিন্তা চেতনা ছিল দেশ ও জাতির
কল্যানের দিকে, সাম্য ও আদর্শের দিকে, ন্যায়-বিচার ও মহত্বের দিকে, উন্নয়ন ও
উন্নতির দিকে, মাটি ও মানুষের রোজগারের দিকে সুশাসন ও শুভবুদ্ধির দিকে এবং
সত্য ও সুন্দরের দিকে।
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাধ্যমেই মেজর গণি মূলত
ভাষা আন্দোলনের সূচনা করে ছিলেন। তিনি ছিলেন বায়ান্নর মহান ভাষা আন্দোলনের
একজন অগ্রনায়ক। ১৯৪৯ সালের জুলাই মাসে মেজর গণি ইস্ট পাকিস্তান রিক্রটিং
অফিসে সহকারী রিক্রটিং অফিসার এবং ১৯৫১ সালে রিক্রটিং অফিসার হিসেবে নিয়োগ
পান। রিক্রটিং দায়িত্ব পালনের জন্য তিনি সারাদেশ ভ্রমণ করেন এবং ইস্ট
বেঙ্গল রেজিমেন্টে যোগ দেওয়ার জন্য বাঙালি তরুণদের উদ্বুদ্ধ করেন।
ইস্ট
বেঙ্গল রেজিমেন্টের অফিসার ও জওয়ানরা ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে এবং
একাত্তরে স্বাধীনতার সংগ্রামে অবিস্মরণীয় বীরত্বের পরিচয় দেন। মেজর আবদুল
গণির প্রতিষ্ঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ১৯৪৮ সালের ২১ মার্চ কুর্মিটোলায়
পাকিস্তানের কায়েদে আজম মুহাম্মদ আলি জিন্নাহর সম্মানে এক অভাবনীয় সুশৃঙ্খল
কুচকাওয়াজের আয়োজন করে। যা দেখে তিনি এতই মুগ্ধ ও অভিভূত হন যে,
আবেগাপ্লুত হয়ে তাঁর বক্তৃতায় বলেন, ‘‘এত অল্প সময়ের মধ্যে তোমরা যে পরিমাণ
উন্নতি করেছ, তা দেখে আমি অভিভূত হয়েছি।