ইসমাইল
নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ গত ২০ নভেম্বর উপজেলার শশীদল
ইউনিয়নে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ শান্ত মজুমদার (২০) নামে ১ জনকে
গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, গোপন
সংবাদের ভিত্তিতে এস আই শান্তনু দেবনাথসঙ্গীয় ফোর্সসহ উপজেলার শশীদল
ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় শশীদল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সালদা নদী
রেল ষ্টেশন এর প্লাটফর্মের উত্তর পাশের পাকা রাস্তার উপর হইতে শান্ত
মজুমদাকে গ্রেফতার করে। এসময় পুলিশ তাদের দখল হইতে ১০ কেজি গাঁজা উদ্ধার
করে।
গ্রেফতারকৃত শান্ত মজুমদার চট্টগ্রাম জেলার পটিয়া থানার শান্তির হাট ছাপোরা(চৈতন্য মহাদেবের বাড়ি) গ্রামের ধনা মজুমদারের ছেলে।
এব্যপারে
থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন,
আসামিগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে
প্রেরণ করা হয়েছে।