কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে আ'লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন পিতাপুত্র। সোমবার বিকালে ঢাকা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এবং তার ছেলে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া তার ছেলে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে ‘বিকল্প’ রেখে নিজের আসন ধরে রাখতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা আ'লীগের সভাপতি এ্যাড. আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, তিতাস উপজেলা আ'লীগের লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ, দাউদকান্দি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: তারিকুল ইসলাম নয়ন,গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নোমান মিয়া সরকার প্রমূখ।