বিএনপির যুগ্ম
সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও
স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ ১৪ জনকে এক বছর ৬ মাস করে
কারাদ-ের রায় ঘোষণা করেছেন আদালত। রাজধানীর নিউমার্কেট থানায় পুলিশের কাজে
বাধা ও ভাঙচুরের ঘটনায় করা মামলার রায় ঘোষণা করা হয়।
সোমবার (২০
নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন। রায়
ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা
জারি করেছেন আদালত।
রায়ে আসামিদের প্রত্যেককে দ-বিধির ১৪৩ ধারায় ছয়
মাসের কারাদ- ও দুই হাজার টাকা অর্থদ- এবং অর্থদ- অনাদায়ে আরও এক মাসের
কারাদ- দিয়েছেন আদালত। এছাড়া দ-বিধি ৩২৩ ধারায় এক বছরের কারাদ- ও পাঁচ
হাজার টাকা করে অর্থদ- দিয়েছেন আদালত। অর্থদ- অনাদায়ে তাদের প্রত্যেককে আরও
দুই মাসের কারাদ- দিয়েছেন আদালত।
আসামি হাবিব উন নবী খান সোহেলের আইনজীবী জাকির হোসেন জুয়েল ও রফিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার
এজাহারে অভিযোগ করা হয়, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল-অবরোধ
চলাকালে নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ
করেন আসামিরা।
এ ঘটনায় নিউমার্কেট থানার পুলিশ বাদী হয়ে মামলা করে। তদন্ত শেষে সোহেলসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এরপর
দ-বিধি ১৪৩ ও ৩২৩ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর
আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালতে সাক্ষ্য দেন পাঁচ জন।