
হরতালের আগের 
রাতে ঢাকার দুই স্থানে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় 
আগারগাঁওয়ের তালতলা ও গুলিস্তানে এসব ঘটনা ঘটে। 
ফায়ার সার্ভিসের 
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সন্ধ্যা পৌনে 
৭টার দিকে তালতলায় এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর আসে। 
তবে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই সেই আগুন নিভিয়ে ফেলেন সেখানকার 
লোকজন। 
ওই বাসে আগুন দেওয়ায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
আটক
 সিয়ামকে উদ্ধৃত করে কাফরুল থানার ওসি ফারুকুল আলম জানান, বাসে আগুন দেওয়ার
 সময় ওই যুবকের সঙ্গে আরেকজন ছিলেন। পালিয়ে যাওয়া ওই ব্যক্তিকে ধরার চেষ্টা
 চলছে বলে জানান ওসি।
গুলিস্তানে বাসে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের 
মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, রাত পৌনে ৮টার দিকে 
গুলিস্তান টোল প্লাজার সামনে কোমল পরিবহনের একটি বাসে আগুন দেয় 
দুর্বৃত্তরা। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 
আগুন নেভায়।
আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ জানিয়ে যে তফসিল ঘোষণা করা 
হয়েছে, তার প্রতিবাদে রোববার ভোর ৬টা থেকে বিএনপি-জামায়াত ৪৮ ঘণ্টার হরতাল 
ডেকেছে। 
দুই দিনের এ হরতালে ‘সাহসের ওপর ভর করে’ বুক চিতিয়ে রাজপথে 
নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির 
রিজভী। হরতালের আগের দিন শনিবার বিকালে অজ্ঞাত স্থান থেকে ভার্চুয়াল 
বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এর আগে সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর বিএনপি হরতাল ডাকে। 
২৯
 অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা ওই হরতালের পর এক দিন বিরতি দিয়ে ৩১ 
অক্টোবর থেকে ২ নভেম্বর সারাদেশে টানা তিন দিন অবরোধ করে বিএনপি-জামায়াত। 
সেই অবরোধ শেষে ৫ ও ৬ এবং ৮ ও ৯ নভেম্বর কর্মসূচি দিয়েছিল তারা।
এরপর ১২ ও ১৩ নভেম্বর এবং ১৫ ও ১৬ নভেম্বর ৪৮ ঘণ্টা করে অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। 
বিরোধীদের
 এমন আন্দোলনের মধ্যে ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে 
নির্বাচন কমিশন। সেই ঘোষণা ‘এক তরফা’ আখ্যা দিয়ে রোববার থেকে ৪৮ ঘণ্টার 
হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত।
                                                                                
