প্রথম দিন তৃণমূল বিএনপির ফরম কিনেছেন ৩৭ জন
|
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। সদ্য নিবন্ধন পাওয়া এই দলটি থেকে প্রথম দিন ফরম কিনেছেন ৩৭ জন মনোনয়ন প্রত্যাশী। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ফরম বিক্রি চলবে আগামী সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরম বিক্রি করা হবে। তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ বলেন, ‘আগামী আরও দুই দিন মনোনয়ন ফরম বিক্রি হবে। ২১ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ।’ ৩শ’ আসনে তৃণমূল বিএনপি প্রার্থী দেবে জানিয়ে সালাম মাহমুদ বলেন, ‘আমরা ৩শ’ আসনেই প্রার্থী দেবো। প্রতিটি আসন থেকে তিন-চার জন করে মনোনয়ন ফরম নেবেন বলে আমরা জানি, এমনটা আশা করছি।’ তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে (৩৩ তোপখানা রোড, মেহেরব প্লাজা ১৬ তলা) ৫ হাজার টাকা পে অর্ডার বা নগদ জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
|