কুমিল্লার লালমাইয়ে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ঘরের উপর গাছ পড়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক ৩টায় উপজেলার বেলঘর ইউনিয়নের ধানোরা গ্রামের দুটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- ওই গ্রামের বাসিন্দা মোঃ ইয়াসিন (৪৫) এবং পার্শ্ববর্তী বাড়ির মোসাঃ আনোয়ারা বেগম (৭০)। ঘূর্ণিঝড়ের কারণে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় খবরটি পরদিন দুপুরের পর জানাজানি হয়।