সোমবার ৯ ডিসেম্বর ২০২৪
২৫ অগ্রহায়ণ ১৪৩১
নিউজিল্যান্ড সিরিজের আগে জাতীয় লিগে মুশফিক-নাজমুলরা
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১২:০২ এএম |



বাংলাদেশ দলের বিশ্বকাপ শেষ হয়েছে ১১ নভেম্বর। এর পরদিনই ভারত থেকে ঢাকায় ফিরেছেন বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। তাঁদের কয়েকজন আগামীকাল আবার মাঠে নামতে যাচ্ছেন।
আগামীকাল শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচ খেলবেন বিশ্বকাপ দলে থাকা মুশফিকুর রহিম, নাজমুল হোসেন, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, হাসান মাহমুদ ও এনামুল হক।
মুশফিক, নাজমুল ও তানজিদ খেলবেন রাজশাহী বিভাগের হয়ে। চট্টগ্রাম বিভাগের হয়ে নামবেন হাসান। সিলেট বিভাগের হয়ে খেলবেন নাসুম, খুলনা বিভাগে মেহেদী ও এনামুল।
বিশ্বকাপ থেকে ফিরে আসা খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিতে জাতীয় লিগের শেষ রাউন্ডের সূচিতে বদল আনা হয়। আগের সূচি অনুযায়ী শেষ রাউন্ডের খেলা ১৬ নভেম্বর শুরু হওয়ার কথা থাকলেও এখন সেটি আগামীকাল থেকে শুরু হচ্ছে।
এরই মধ্যে প্রথম স্তরে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া ঢাকা বিভাগ (৩৭) কক্সবাজারে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ঢাকা মহানগরের (১৪)। অন্যদিকে গত আসরের চ্যাম্পিয়ন রংপুরের বিপক্ষে সিলেটের ম্যাচটি বগুড়ায়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে নামবে রাজশাহী বিভাগ। খুলনা তাদের নিজেদের মাঠে খেলবে বরিশালের বিপক্ষে। দ্বিতীয় স্তরে শীর্ষে (৩৫ পয়েন্ট) শেষ রাউন্ডে নামবে চট্টগ্রাম, দুইয়ে থাকা খুলনা (২৬) তাদের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে।
জানা গেছে, জাতীয় লিগের ম্যাচ দেখতে চট্টগ্রাম যেতে পারেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
২৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের কথা ভেবে জাতীয় লিগের শেষ দুই রাউন্ডের ম্যাচ হচ্ছে কুকাবুরা বলে। জাতীয় লিগের প্রথম চার রাউন্ডের খেলা হয়েছে ডিউক বলে।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২