মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ১২:২১ এএম |



   ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন (৪২ ) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তরকৃত বিল্লাল হোসেন উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকার মৃত ময়নাল হোসেনের ছেলে। এ বিষয়ে ভিকটিমের মা ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত ৩০ জুন দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকার বিল্লাল হোসেন তার ছোট ভাইয়ের মেয়েকে (১৪) তার বসত ঘরে ডেকে নেয়। এ সময় সে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে তার দুই হাত ও মুখ কাপড় দিয়ে বেধে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ধর্ষণের পর এ বিষয়ে কারো কাছে কিছু বললে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এ ঘটনায় ভিকটিম কাউকে কিছু না বললেও গত ৪ নভেম্বর সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনরা তাকে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে জানতে পারে তাদের মেয়ে গর্ভবতী ছিল। তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। এ খবরে তার পরিবারের লোকজন বিচলিত হয়ে পড়ে। এ বিষয়ে পরিবারের লোকজন তাকে চাপ প্রয়োগ করলে সে জানায় তার চাচা বিল্লাল হোসেন গত ৩০ জুন দুপুরে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। কাউকে এ বিষয়ে কিছু বললে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। এতে ভয় পেয়ে সে এতোদিন কাউকে কিছু বলেনি।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, ধর্ষণের অভিযোগে বিল্লল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

 

 

 












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২