তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের আনন্দ সমাবেশ
|
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় বৃহস্পতিবার বিকেলে কুমিল্লায় আনন্দ সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। বিকেলে সাড়ে ৪ টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. জহিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, তৃতীয় শক্তির উপর ভর করে ক্ষমতার বদল করা যাবে না। নির্ধারিত সময়ে ৭ জানুয়ারি ভোট হবে। বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের সুযোগ নেই। যারা নির্বাচন বয়কট করেছন, তাদের বলতে চাই - আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। কর্মীদের আর সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না করে নির্বাচনী মাঠে আসুন। নির্বাচনী মাঠে আপনাদের মোকাবিলা করতে চাই। সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরের পর থেকে নগরীর ২৭টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাউন হল মাঠে আসেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা সমাবেশস্থলে অবস্থান নিয়ে বিভিন্ন সেøাগান দিতে থাকেন। তাদের সেøাগান সেøাগানে মুখরিত হয়ে উঠে নগরীর টাউন হল মাঠ।
|