দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় বৃহস্পতিবার বিকেলে কুমিল্লায় আনন্দ সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। বিকেলে সাড়ে ৪ টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. জহিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।