শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩
১৭ অগ্রহায়ণ ১৪৩০
দাউদকান্দি হবে সারা দেশের মডেল উপজেলা: জেলা প্রশাসক
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১২:২৬ এএম |


কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমান বলেছেন, দাউদকান্দি হবে সারা দেশের মডেল উপজেলা। এ উপজেলার সুখ্যাতি অতিপ্রাচীন। প্লাবন ভূমিতে মৎস্য চাষে এই উপজেলা সারা দেশের মডেল।
তিনি আরও বলেন, দাউদকান্দি উপজেলাকে মাদকমুক্ত দেখতে চাই, তরুণরা খেলাধুলায় মনোনিবেশ করলে মাদক নির্মূল করা সহজ হবে।
বুধবার দাউদকান্দি উপজেলা পরিষদ হলরুমে উপজেলার জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
জেলা প্রশাসক স্থানীয় সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, এই উপজেলায় শিক্ষার হারে অনেক এগিয়ে। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সাংবাদিকদের পজিটিভ ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, এই উপজেলা এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় গৃহহীনমুক্ত হয়েছে। অচিরেই আমরা এই উপজেলাকে সারা দেশের মডেল হিসেবে গড়তে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।
দাউদকান্দিতে আগমন উপলক্ষে ডিসিকে লালগালিচায় অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসককে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো: তারিকুল ইসলাম নয়ন, মোসা: রোজিনা আক্তার, জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা জেবু, নাছিম ইউসুফ রেইন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নোমান মিয়া সরকার, পৌর প্যানেল মেয়র রকিব উদ্দীন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় লাকসামে আওয়ামী লীগের আনন্দ মিছিল।
লাকসাম প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণায় আনন্দ মিছিল করেছে লাকসাম উপজেলা, পৌরসভা ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
 সন্ধ্যা ৭ টায় নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই লাকসাম উপজেলা, পৌরসভা  আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীদের একটি বিশাল মিছিল লাকসাম পৌরসভা চত্বর থেকে শুরু করে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে আওয়ামী কার্যালয় এসে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে সভায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, ওমর ফারুক চেয়ারম্যান, মোশাররফ হোসেন মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রব মজুমদার, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম লিটন, প্রচার সম্পাদক আনিছুর রহমান কাঞ্চন কাউন্সিলর এডভোকেট মাসুদ হাসান, কাউন্সিলর আবদুল আজিজ, কাউন্সিলর মনছুর আহমেদ মুন্সি, কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, কাউন্সিলর শাহজাহান মজুমদার, কাউন্সিলর দেলোয়ার হোসেন, কাউন্সিলর গোলাম রাব্বানী, উপজেলা যুবলীগের সদস্য মনির হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শিহাব খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,  উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্র লীগের সভাপতি সাঈফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ সহ পৌরসভা বিভিন্ন ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












সর্বশেষ সংবাদ
বিজয়ের মাস ডিসেম্বর
কুমিল্লার কোন আসনে প্রার্থী কারা
সরকারের চিন্তা-চেতনা দেশের উন্নয়ন করা
কুমিল্লার ১১ আসনে ১২১ প্রার্থীর মনোনয়ন জমা
৩০০ আসনে ২৭৪১ জনের মনোনয়ন ফরম দাখিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নৌকার মনোনয়ন নেওয়ায় শাহজাহান ওমরকে বহিষ্কার করল বিএনপি
কুমিল্লার ১১ আসনে ১২১ প্রার্থী ।। সবচেয়ে বেশি বরুড়ায়, সবচেয়ে কম সদরে ৬ জন
কুমিল্লার কোন আসনে প্রার্থী কারা
৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ও তার ছেলে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft