সকল
জল্পনা-কল্পনার পর নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ
নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ জানুয়ারি
দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তপশিল ঘোষনাকে কেন্দ্র করে
কুমিল্লার দেবিদ্বারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল বুধবার বিকাল হতে
গভীর রাত পর্যন্ত পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ অন্যান্য
শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে
নিরাপত্তা টহল কার্যক্রম পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারি
কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম। সহকারি সিনিয়র পুলিশ সুপার
(দেবিদ্বার-বিপাড়া সার্কেল) শাহ মোস্তফা তারেকুজ্জামান, বিজিবির নায়েক
সুবেদার মো. জাহাঙ্গীর আলম, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন
মিয়া, পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহিনুল ইসলাম, উপ পরিদর্শক মো. মাইনুল
ইসলামসহ একদল বিজিবি ও পুলিশ সদস্য টহলে উপস্থিত ছিলেন।
সরেজমিনে
গিয়ে দেখা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র সারা দেশের ন্যায়
দেবিদ্বারেও নিরাপত্তার জোরদার করা হয়েছে। বুধবার বিকাল থেকে পুলিশ,
বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কুমিল্লা-সিলেট মহাসড়কের
নিউমাকের্ট, বারেরা, ভিরাল্লা, পান্নারপোল, বড় শালঘরসহ আশপাশের বিভিন্ন
এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেন।
সহকারি পুলিশ সুপার
(দেবিদ্বার-বিপাড়া সার্কেল) শাহ মোস্তফা তারেকুজ্জামান বলেন, নির্বাচনী
তপশিল ঘোষণা করার পর যাতে দেবিদ্বারে কোন রকম সহিংসতা ও জনগণের জানমালের
নিরাপত্তা দিতে পুলিশ ও বিজিবির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
করা হয়েছে। এছাড়াও বিভিন্ন উপজেলার বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পুলিশের টিম
মোতায়েন করা হয়েছে।
এদিকে, তপশিল ঘোষণার পর আনন্দ মিছিল বের করেন
দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ মিছিলটি পৌর
সদর এলাকার স্বপ্লিল টাওয়ার থেকে শুরু হয়ে দেবিদ্বার সদর এলাকার
গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করে স্বাধীনতা চত্ত্বওে সংক্ষিপ্ত সমাবেশে
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল
চৌধুরী, দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো, হাজী আবুল কাশেম
ওমানী, পৌর মেয়র মো. সাইফুল ইসলাম শামীম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো.
আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন। সাবেক ছাত্রলীগ নেতা
ইকবাল হোসেন রুবেলের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের
সভাপতি একেএম সফি উদ্দিন। অপরদিকে, তপশিল ঘোষনা করায় আনন্দ মিছিল করেছে
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার ও তাঁর
কর্মী সমর্থকরাও।