বুধবার ৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২
জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান
সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ গড়তে হবে
ইসমাইল নয়ন।।
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১২:১১ এএম |

 সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ গড়তে হবে
শুধু রাজনীতিবিদ ও সরকারি চাকরিজীবীদের মাধ্যমে আগামীদিনের স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। সেজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। সকলের অংশগ্রহনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। পৃথিবীর অন্যতম একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ। সকলের অক্লান্ত চেষ্টায় এই দেশ হবে স্মার্ট বাংলাদেশ। বুধবার সকালে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কুমিল্লা জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার মুঃ মুশফিকুর রহমান এর সাথে সুধীজন, জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় আজ পদ্মা সেতু, মেট্রোরেলের মতো উন্নয়নমূলক স্মার্ট বাংলাদেশ তৈরী হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ হচ্ছে।  এই উপজেলা সীমান্তবর্তী হওয়ায় মাদকের ছড়াছড়ি থাকলেও তা নিয়ন্ত্রণে কঠোর হবে প্রশাসন। এছাড়া রাস্তাঘাট উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে নবাগত জেলা প্রশাসককে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন পাঠ করেন উপজেলা পরিষদ মডেল মসজিদের পেশ ঈমাম মাওলানা মাসুম বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, থানা অফিসার ইনচার্জ এ এম আতিক উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী।
এসময় জেলা সহকারি কমিশনার অতীশ সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ হুমায়ন কবির, অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ আলতাফ হোসেন, অধ্যক্ষ জামাল হোসেন, প্রধান শিক্ষক আবু হানিফ, গোলাম মোস্তফা, মমিনুল হক ভূইয়া, ইউপি চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন, মোঃ জহিরুল হক, সাইফুল ইসলাম (আলাউল) আকবর, ওমর ফারুক, আতিকুর রহমান রিয়াদ,আনিসুর রহমান ভূইয়া রিপন, মনির হোসেন চৌধুরী, শেখ আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম ও ইদ্রিস মিয়া মাষ্টার, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোস্তাফিজুর রহমান খান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা জয় বণিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান, সমাজসেবা কর্মকর্তা কবির আহামেদ, সমবায় কর্মকর্তা মাঈন উদ্দিন হাছান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াছমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক,শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সুধীজনরা উপস্থিত ছিলেন।













সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২