বুধবার ২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
ম্যাক্সওয়েলকে নিয়ে সুখবর দিলেন কামিন্স
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১২:১১ এএম |





ইডেন গার্ডেনে সংবাদ সম্মেলনের শেষ দিকে প্রশ্নটা হলো গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে। এক সাংবাদিক বললেন, ‘আমরা কিছুক্ষণ আগে জেনেছি, সতর্কতা হিসেবে ম্যাক্সওয়েলের স্ক্যান করানো হয়েছে। এটা কেন এবং তিনি কেমন আছেন, জানাতে পারেন?’
মনোযোগী শ্রোতার ভূমিকায় থাকা প্যাট কামিন্স প্রশ্নটি শুনেই নড়েচড়ে বসলেন। তবে অস্ট্রেলিয়া অধিনায়কের কথায় দলটির সমর্থকেরা আশস্তই হবেন। কলকাতার ইডেন গার্ডেনে আগামীকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচ সামনে রেখে ম্যাক্সওয়েলের ফিটনেস আলোচনায় উঠে আসাই স্বাভাবিক।
গত সপ্তাহে বিশ্বকাপের লিগ পর্বে আফগানিস্তানের বিপক্ষে পায়ে ক্র্যাম্প (মাংশপেশিতে টান) নিয়ে মহাকাব্যিক দ্বিশতক করেছিলেন ম্যাক্সওয়েল। এরপর বিশ্রাম নিলেও ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভব করছিলেন বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড। তবে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমটি এ–ও জানিয়েছে যে স্ক্যানের পরই বোঝা গেছে, ম্যাক্সওয়েল সেমিফাইনাল খেলার জন্য ফিট।
আজ সংবাদ সম্মেলনে কামিন্সও সে কথাই বললেন, ‘ম্যাক্সি (ম্যাক্সওয়েল) ভালো আছে, খেলার জন্য প্রস্তুত। এটা (স্ক্যান) সতর্কতা হিসেবে করা হয়েছিল। গতকালও সে ব্যথা অনুভব করেছে। কোনো সমস্যা আছে কি না, সেটা জানতেই স্ক্যান করানো হয়েছিল। কারণ, আমরা কিসের বিরুদ্ধে লড়াই করছি, সেটা জানি। সৌভাগ্যজনকভাবে সে ফিট হয়ে উঠেছে।’
ম্যাক্সওয়েল সর্বশেষ মাঠে নেমেছেন আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে তাঁর দ্বিশতক এখনো অনেকের চোখে ভেসে আছে। ২৯১ রান তাড়া করতে নেমে ৯১ রানে ৭ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল এই পরিস্থিতিতে দ্বিশতক করে অবিশ্বাস্য জয় এনে দেন।
এমন একটি ইনিংস সেমিফাইনালের প্রেরণা কি না, এমন প্রশ্নের উত্তরে কামিন্স বলেছেন, ‘অবশ্যই। আমি মনে করি, এটা যেকোনো মুহূর্তের (প্রেরণা)। সর্বশেষ ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) মিচেল মার্শের ১৭০ রানের আশপাশের ইনিংসটিও একই রকম। তবে ম্যাক্সওয়েলের ইনিংসটি আলাদা কিছু। কারণ, ম্যাচ যখন প্রায় মুঠো থেকে ফসকে গেছে, তখন আমাদের একজন দাঁড়িয়ে জয়ের রাস্তা বের করেছে। এতে দলের সামর্থ্য আরও বেড়েছে। কারণ, দলে ম্যাক্সওয়েলের মতো কেউ থাকলে যেকোনো জায়গা থেকে ম্যাচ জেতা যাবে—এই বিশ্বাস আরও দৃঢ় হয়। সে একজন মহাতারকা। যেকোনো অবস্থা থেকে ম্যাচ জেতাতে পারে। আমি খুশি যে সে আমাদের দলের খেলোয়াড়।’













সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২