কুমিল্লা
নোয়াখালী আঞ্চলিক চারলেন মহাসড়ক , চট্টগ্রাম-ফেণী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন
সমান্তরাল পাইপ লাইন, কুমিল্লা সদর হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে আইসিইউ ইউনিট, সমাজসেবা কমপ্লেক্সসহ শতাধিক উন্নয়ন প্রকল্প
উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে সারাদেশের বিভিন্ন
উন্নয়ন প্রকল্পের সাথে কুমিল্লার এসব প্রকল্পও ভার্চুয়ালি উদ্বোধন করবে
প্রধানমন্ত্রী।
দেশব্যাপী ২৪টি মন্ত্রনালয়/ বিভাগের ৯৭ হাজার ৪৭১ কোটি ৩
লাখ টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর
স্থাপন এবং শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়
থেকে সকাল সাড়ে ৯টায় ভিডিও করফারেন্সিং এর মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহন
করা হবে।
কুমিল্লা জেলা প্রমাসক কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার
অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন উপজেলায় ২৬টি মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং ৯টি মাদ্রাসার ৪ তলা একাডেমি ভবন,
৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিতাস উপজেলার কদমতলী ব্রীজ, ১৫টি কমিউনিটি
ক্লিনিক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসারে পণ্যবাহী যাত্রী চালকদের জন্য
পার্কিং সুবিধা সম্বলিত বিশ্রামাগারসহ অন্যান্য প্রকল্প।
কুমিল্লা সড়ক ও
জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি কুমার চাকমা বলেন,
কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক চারলেনে উন্নীত হওয়ায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের
জেলাগুলোর সাথে রাজধানীসহ অন্যান্য জেলার যোগাযোগ সহজ হয়েছে। এছাড়া চালকদের
সুবিধার্থে যে বিশ্রামগার নির্মান করা হয়েছে- তাও জনবান্ধব। মাননীয়
প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন করবেন – প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকি
বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতালে দুইটি
আইসিইউ ইউনিট স্থাপন করা হয়েছে। সারাদেশে বিভিন্ন হাসপাতালে আধুনিক
চিকিৎসার জন্য আইসিইউ প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা ব্যবস্থাকে আারো সহজলভ্য
করে দিলো। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।