নিজস্ব
প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট
ভেঙ্গে ফেল করলে লোপাট’ গানটিকে বিকৃত সুরে পরিবেশন করার প্রতিবাদে সংলাপ
কুমিল্লার আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে
কুমিল্লা টাউন হল গেইটের সামনে সংলাপের প্রতিষ্ঠাতা পরিচালক শাহজাহান
চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
বিশিষ্ট নজরুল গবেষক বীর মুক্তিযোদ্ধা ড. আলী হোসেন চৌধুরী, লালমাই কলেজের
সাবেক অধ্যক্ষ সফিকুর রহমান, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ,
কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, কুমিল্লা নজরুল
ইন্সটিটিউট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন, আলোকিত বজ্রপুরের
সংগঠক রফিকুল ইসলাম সোহেল, লাকসাম নাট্য জংশনের সভাপতি রুবেল, বিশিষ্ট
নাট্যকর্মী শাহদাৎ হোসেন, কুমিল্লা কলেজ থিয়েটারের প্রচার সম্পাদক
মহিউদ্দিন খান। কবিতা আবৃত্তি করেন সংলাপের সদস্য ইমতিয়াজ রিষাদ। সঙ্গীত
পরিবেশন করেন সংলাপের সদস্য মহসিন আরিফ ও নিপা সরকার।
অনুষ্ঠানে ‘কারার ঐ লোহ কপাট’ গানটি প্রকৃত সুরে গেয়ে শোনানো হয়।