নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন
আরো ৫ জন। মঙ্গলবার দুপুরে ও সন্ধ্যায় জেলার লালমাই ও লাকসাম উপজেলায় এ
দুটি দুর্ঘটনা ঘটে। দুটি দুর্ঘটনায়-ই দুটি বাসের অতিরিক্ত গতির কারণে হয়েছে
বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এর মধ্যে মঙ্গলবার (৩ অক্টোবর)
সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের
কালিয়াচৌঁ এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২ জন আহত হন। স্থানীয় লোকজন
জানান, লাকসাম থেকে একটি খালি ট্রাক্টর খিলার উদ্দেশ্য যাচ্ছিল। একই সময়ে
ঢাকা থেকে নোয়াখালী সোনাপুর যাচ্ছিল একুশে এক্সপ্রেস বাস। বাসটি কালিয়াচৌঁ
এলাকায় ট্রাক্টরটিকে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এতে
ট্রাক্টরটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ট্রাক্টরের হেলপার মোঃ শামীম (৩৪)
ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন ট্রাক্টর চালক জাহাঙ্গীর আলম (৩৫) ও
অপর হেলপার রাজু (৩২)। নিহত শামীম পার্শ্ববর্তী পোলাইয়া উত্তরপাড়া মিজি
বাড়ির মীর হোসেনের ছেলে।
আহত জাহাঙ্গীর আলম কৃষ্ণপুরের বাবুল মিয়ার
ছেলে ও রাজু কালিয়াচৌঁ গ্রামের মাওলানা আলী হোসেনের ছেলে। আহতদের লাকসাম
জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার
চেষ্টাকালে একুশে এক্সপ্রেস বাসটি আটক করে স্থানীয় লোকজন। পরে লাকসাম
ক্রসিং হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, নিহতের মরদেহ
ও গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।
অপরদিকে একইদিন বেলা আড়াইটার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের লালমাই উপজেলার বাগমারা বাজারের উত্তর পাশের সেতুতে
বাসের
ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত
হয়েছেন আরও তিনজন। নিহত রুবেল উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের সিধুচী
গ্রামের নুরুল আমিনের ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জনা যায়,
দুপুরে কুমিল্লা থেকে-নাঙ্গলকোটগামী নিউ কুমিল্লা সুপার সার্ভিসের একটি বাস
বাগমারা বাজার ব্রিজের উপরে বেপরোয়া গতিতে এসে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা
দেয়। এতে অটোরিকশা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই রুবেল নামে একজন নিহত হন। আহত
তিনজনকে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
লাকসাম
ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মোর্শেদ আলম ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত
করে জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।