বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
২১ অগ্রহায়ণ ১৪৩১
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ নাইজেরিয়াকে হারিয়ে দাউদকান্দি বিজয়ী
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১২:৪৬ এএম |


দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গৌরীপুরে মাদকবিরোধী সচেতনতামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় আজিজিয়া মাঠে অনুষ্ঠিত খেলায় দাউদকান্দি একাদশ বনাম নাইজেরিয়া একাদশ অংশ গ্রহণ করে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: মহিনুল হাসানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
বিশেষ অতিথি ছিলেন, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: পারভেজ হোসেন সরকার, কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর সোয়েব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তৌহিদ আল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জিয়াউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: তারিকুল ইসলাম নয়ন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো: আসাদুজ্জামান।
এছাড়াও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি মো: হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী,জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলমগীর হোসেন মোল্লা, গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া, গৌরীপুর স্পোটিং ক্লাবের সভাপতি মো: মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলাটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নোমান মিয়া সরকার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম টাইগার।
খেলায় নাইজেরিয়া একাদশকে ০-১ গোলে হারিয়ে দাউদকান্দি একাদশ বিজয় লাভ করেন। খেলা উপভোগ করতে হাজার হাজার দর্শক গ্যালরীতে উপস্থিত ছিলেন। খেলার প্রধান রেফারির দায়িত্বে ছিলেন রবিউল করিম লিয়ন, সহকারী রেফারি ছিলেন জামাল হোসেন ও নাজমুল হাসান। ধারা বিবরণীতে ছিলেন মনির হোসেন মাষ্টার ও কবির হোসেন।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২